রাসেলের বিদায়ী ম্যাচে হেরে গেল উইন্ডিজ
কিংস্টনের স্যাবাইনা পার্কে জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট ও বল হাতে নামলেন আন্দ্রে রাসেল। দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। মাঝখান দিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন রাসেল, পেয়েছেন ‘গার্ড অব অনার’। নিজ শহরের মাঠে বিদায় নিতে চাওয়া এই টি–টোয়েন্টি মহাতারকার জন্য আয়োজনটি ছিল সম্মানের, আবেগের।
৩৭ বছর বয়সী আন্দ্রে রাসেলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জ্যামাইকার সরকার। উপস্থিত ছিলেন দেশটির ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জও।
কিন্তু বিদায়ী ম্যাচে মাঠে নামার মূল উদ্দেশ্য ছিল জয়—তা পূরণ হলো না। রাসেলের শেষ ম্যাচেও জয়হীনই রইল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বিদায়ী ম্যাচে রাসেল খেলেন চেনা আগ্রাসী ভূমিকায়—মাত্র ১৫ বলে করেন ঝড়ো ৩৬ রান, মারেন ২টি চার ও ৪টি ছক্কা। তবে তার এই ক্যামিওও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেনি।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসি ব্যাটার জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের ব্যাটে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মাত্র ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা, ম্যাচ বাকি থাকে ২৮ বল।
সাবাইনা পার্কেই সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া, সেদিন তারা জিতেছিল ৩ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২–০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
আন্দ্রে রাসেল চেয়েছিলেন নিজের শহরে, নিজ মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে। সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। বিদায়ী ম্যাচে তার পারফরম্যান্স চোখ ধাঁধানো হলেও, জয় দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন অপূর্ণই রইল।