স্কালভিকের রেকর্ড ইনিংসে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩
শেয়ার :
স্কালভিকের রেকর্ড ইনিংসে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দাপুটে ব্যাটিংয়ে তিনশ ছাড়ালেও বোলিংয়ে সেই ছাপ রাখতে পারেনি তারা। জর্খ ফন স্কালভিকের দুর্দান্ত সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শিরোপা নিশ্চিত করেছিল বাংলাদেশ, ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা।

বেনোনির উইলমোর পার্কে তৃতীয় ও শেষ যুব ওয়ানডেতে মঙ্গলবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১৪ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৩২০ রান। টপ অর্ডারের তিন ব্যাটারই তুলে নেন ফিফটি—রিফাত বেগ করেন ১০৭ বলে সর্বোচ্চ ৮৬ রান, কালাম সিদ্দিকি করেন ৭৮ বলে ৮৫, আর জাওয়াদ আবরার ৫৮ বলে করেন ৬৮ রান। টানা তিন ম্যাচে ফিফটি করলেন জাওয়াদ। অধিনায়ক আজিজুল হাকিম ১৯ বলে ঝড়ো ২৯ রান করেন, তবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার তেমন অবদান রাখতে না পারায় রানটা আরও বড় হয়নি।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৪.৪ ওভারে ৩ উইকেটে তোলে ২৭৭ রান। কিন্তু আলোকস্বল্পতায় আম্পায়াররা খেলা বন্ধ করে দেন এবং বাংলাদেশ অধিনায়ককে ডেকে ম্যাচ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত জানান। বাংলাদেশি ক্রিকেটাররা আপত্তি জানালেও শেষ পর্যন্ত মেনে নিতে হয় সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন ওপেনার জর্খ ফন স্কালভিক। মাত্র ১৮ বছর বয়সী এই ব্যাটার ১৫৬ বল মোকাবিলা করে ১৪ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১৬৪ রানের রেকর্ড ইনিংস খেলেন। যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০০০ সালে জ্যাক রুডলফের করা ১৫৬ রানের রেকর্ডটি টপকে গেলেন তিনি।

দ্বিতীয় উইকেটে ফন স্কালভিকের সঙ্গে মোহাম্মদ বুলবুলিয়ার ১৮১ রানের জুটিও জয়ের ভিত গড়ে দেয়। বুলবুলিয়া করেন ৬৭ বলে ৬২ রান।

তবে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার এনতান্দো সোনি, যিনি ৬৫ রানে শিকার করেন ৬টি উইকেট।

সিরিজ শেষে দুই দলই এখন জিম্বাবুয়েতে যাবে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে, যেখানে থাকবে আরও চ্যালেঞ্জ এবং নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ।