শিরোপা লড়াই আরও হাড্ডাহাড্ডি হবে, বিশ্বাস আর্সেনাল কোচের
আসন্ন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার বিশ্বাস, এবার শুধু একটি বা দুইটি দল নয়, শিরোপার জন্য লড়বে আরও অনেক দল—তাদের মধ্যে আর্সেনালও অন্যতম।
গত তিন মৌসুমে লিগের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। তবে এবার দলকে আরও শক্তিশালী করে মাঠে নামতে চায় তারা। গ্রীষ্মকালীন দলবদলে ইতিমধ্যে কেপা আরিসাবালাগা, মার্তিন সুবিমেন্দি ও ক্রিস্তিয়ান নোয়াগোকে দলে টেনেছে তারা। আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে সামনে।
প্রিমিয়ার লিগের গত নয় মৌসুমে শিরোপা ভাগাভাগি করে নিয়েছে মূলত তিন দল—ম্যানচেস্টার সিটি (৬টি), লিভারপুল (২টি) ও চেলসি (১টি)। এ বছর দলগুলো দলবদলের বাজারেও বিশাল বিনিয়োগ করেছে।
সিঙ্গাপুরে প্রাক-মৌসুম সফরে এক সংবাদ সম্মেলনে আর্সেনালের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন আর্তেতা। শিরোপা জয়ের উপযুক্ত সময় কি এখন? এমন প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ বলেন, ‘প্রতি বছরই আমরা দেখি, দল কিভাবে উন্নতি করছে। এখন আমরা দলে পরিণত ভাব, অভিজ্ঞতা, তারুণ্য, জয়ের ক্ষুধা এবং ভারসাম্যের দারুণ সমন্বয় দেখছি।’
তিনি আরও যোগ করেন, ‘এই লিগে এমন ছয় থেকে আটটি দল আছে, যাদের শিরোপা জয়ের মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জয়ী হবে কেবল একটি দলই। তাই আমাদের মনোযোগ দিতে হবে এমন বিষয়গুলোতে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলেই মৌসুম শেষে আমাদের লক্ষ্য পূরণ সম্ভব।’
শিরোপা জয়ের জন্য প্রয়োজনীয় সব উপাদান আর্সেনালের আছে কি না—এমন প্রশ্নে আত্মবিশ্বাসী আর্তেতার সোজাসাপ্টা উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। প্রতিটি মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, লড়াইয়ের তীব্রতা বাড়ছে। তাই আমাদের লক্ষ্যও আরও বড় হওয়া উচিত।’
সিঙ্গাপুর সফরে নিজেদের প্রথম প্রাক-মৌসুম ম্যাচে আগামী বুধবার এসি মিলানের মুখোমুখি হবে আর্সেনাল।