স্বপ্নপূরণ এমবুমোর, প্রিয় ক্লাব ম্যানইউতে যোগ দিলেন

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১৭:৩১
শেয়ার :
স্বপ্নপূরণ এমবুমোর, প্রিয় ক্লাব ম্যানইউতে যোগ দিলেন

শৈশবে গায়ে চড়াতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি, মনের গহিনে গেঁথে ছিল ক্লাবের প্রতি ভালোবাসা। অবশেষে সেই শৈশবের স্বপ্নটাই বাস্তব করলেন ব্রায়ান এমবুমো। আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ব্রেন্টফোর্ডের ফরাসি-ক্যামেরুনিয়ান উইঙ্গার।

সোমবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে এই চুক্তির। প্রায় এক মাস ধরে চলা গুঞ্জন ও আলোচনা অবশেষে বাস্তবে রূপ নিল।

২৫ বছর বয়সী এমবুমোর সঙ্গে ইউনাইটেড চুক্তি করেছে প্রাথমিকভাবে পাঁচ বছরের, তবে চাইলে আরও এক বছর বাড়ানোর অপশন থাকবে ক্লাবের হাতে। তাকে পেতে ইউনাইটেডকে খরচ করতে হয়েছে ৬৫ মিলিয়ন পাউন্ড, সঙ্গে অতিরিক্ত পারফরম্যান্সভিত্তিক বোনাস মিলিয়ে খরচ ছাড়াতে পারে ৭১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত।

২০১৯ সালে তোয়াহ থেকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফিতে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবুমো। সেখান থেকেই শুরু হয় ইংলিশ ফুটবলে তার উজ্জ্বল উত্থান। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ গোল করে ছিলেন লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।

তার পারফরম্যান্স নজরে পড়ে ইউনাইটেড ছাড়াও আর্সেনাল, টটেনহ্যাম, চেলসি ও নিউক্যাসলের মতো ক্লাবগুলোর। তবে শেষ হাসি হেসেছে ইউনাইটেডই।

চুক্তির পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমবুমোর কণ্ঠে ছিল আবেগের ছোঁয়া, ‘ছেলেবেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে খেলতাম, সেই ক্লাবেই এখন আমি! যখন শুনলাম ইউনাইটেডে যোগ দেওয়ার সুযোগ এসেছে, বুঝে গেছি, স্বপ্ন পূরণের এই সুযোগ হাতছাড়া করতে পারি না।’

তিনি আরও বলেন, আমার লক্ষ্য সবসময়ই উন্নতি করা। হুবেন আমুরি (কোচ) এবং বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে কাজ করে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারব—এটা নিয়েই রোমাঞ্চিত আমি।’

মূলত ডান উইঙ্গে খেলা এমবুমো প্রয়োজন হলে খেলতে পারেন স্ট্রাইকার হিসেবেও। ইউনাইটেড কোচ হুবেন আমুরির আক্রমণভাগে তার বহুমুখিতা কাজে লাগাতে চান বলেই শোনা যাচ্ছে।

সামনে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম ট্যুরে ইউনাইটেডের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এমবুমোর। শুরু থেকেই কোচের পরিকল্পনায় আছেন তিনি।