চতুর্থ সন্তানের বাবা হয়ে পিএসজি থেকে উপহার পেলেন নেইমার
কিছুদিন আগেই চতুর্থ সন্তানের বাবা হন নেইমার। পাশে পিএসজির জার্সিতে ব্রাজিলিয়ান এই তারকা।ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই চতুর্থ সন্তানের বাবা হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। সেই উপলক্ষেই সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বিশেষ উপহার পেল তার পরিবার।
নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি তাদের দ্বিতীয় সন্তান মেলের জন্ম দেন গত ৫ জুলাই। তবে অন্য দুজনের সঙ্গে আরও দুই সন্তান আছে নেইমারের। মেলের আগমন উপলক্ষে ফরাসি চ্যাম্পিয়নরা নেইমারের সকল সন্তানের জন্য বিশেষভাবে বানানো জার্সি উপহার দিয়েছে। সেই জার্সির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পিএসজিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
২০১১ সালে প্রথম সন্তানের বাবা হন নেইমার। তার ছেলে ডেভি লুক্কা ২০১১ সালে প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তাসের ঘরে জন্মগ্রহণ করেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের মাভি নামে আরও একটি কন্যা রয়েছে। যার মা’ও বিয়ানকার্দি। তবে নেইমারের তৃতীয় সন্তানের জন্ম আমান্ডা কিম্বার্লির ঘরে। আর চতুর্থ সন্তান জন্ম নিল বিয়ানকার্দির ঘরে।
২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। বিশাল মূল্যে দলবদল হলেও সৌদি ক্লাবটির হয়ে তেমন খেলতেই পারেননি। ইনজুরির কবলে পড়ে বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। চলতি বছরের জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে ব্রাজিলের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার।