প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে যাচ্ছেন তহুরা-শামসুন্নাহার
সাবিনা খাতুন-সানজিদা খাতুনসহ বাংলাদেশের অনেক নারী ফুটবলার আগে থেকেই খেলছেন বিভিন্ন দেশের লিগে। এবার সেই তালিকায় যুক্ত হলো তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের নাম। ভুটানের লিগে খেলতে যাচ্ছেন এই দুজন।
ভুটানের লিগে খেলতে যাওয়ার বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তহুরা লিখেছেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।’
তহুরা ও শামসুন্নাহার খেলবেন ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে। সেই দেশের লিগে আরও ১০ বাংলাদেশি নারী ফুটবলার খেলেন। প্রথম দফায় গিয়েছিলেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তাদের সবাই পারো এফসির হয়ে খেলছেন। পরে ভুটানে যান কৃষ্ণা রানী, মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। আর রুপনা, মাসুরা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। এর বাইরে আরও তিন ফুটবলার—শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের যাওয়ার কথা আছে ভুটানে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মিয়ানমারে অনুষ্ঠিত উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ান তহুরা, শামসুন্নাহার জুনিয়র। ৩টি করে গোল আদায় করেন এই দুজন। এর ফলেই বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশ।