‘একটা পচা ডিম সব নষ্ট করে দিল’, ভারতের কোন ক্রিকেটারকে বললেন আফ্রিদি
জাতীয় দল নয়, উত্তেজনা শুরু হয়েছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কেন্দ্র করে। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে গেছে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের আপত্তিতে। এ কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।
পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের লেজেন্ডসদের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের একাধিক ক্রিকেটার। তবে আফ্রিদি নিশানা করেছেন একজন ক্রিকেটারকে। তার মতে, ওই একজনের কারণেই হয়নি খেলা। সেই ক্রিকেটার যে শিখর ধাওয়ান সেটি বুঝতেও কষ্ট হয়নি। প্রায় সব ভারতীয় গণমাধ্যমই বলছে এ কথা।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান বার্তা দিলেও সবচেয়ে সরব ছিলেন ধাওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি জানান, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবেন না তিনি। আয়োজকদের ম্যাচ বাতিল চেয়ে দেওয়া চিঠিও প্রকাশ করেছেন এই সাবেক ক্রিকেটার।
ক্ষুব্ধ আফ্রিদি বলেন, ‘খেলা বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমায়। যদি সব কিছুর মধ্যে রাজনীতি চলে আসে তাহলে কীভাবে আপনি এগোবেন? আলোচনা ছাড়া তো সমস্যা মিটবে না। কিন্তু কিছু করার নেই। একটা পচা ডিম আছে। সে সব নষ্ট করে দিচ্ছে।’
গত এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। সেই ঘটনায় সরব হয়েছিলেন ক্রিকেটাররাও। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সমালোচনায় মেতে উঠেছিলেন। আফ্রিদিও ভারতের সমালোচনা করেন। তার জবাবে ধাওয়ান বলেছিলেন, ‘কার্গিলেও তোমাদের হারিয়েছিলাম। এত নীচে নেমেছ, আর কত নামবে? উল্টোপাল্টা মন্তব্য করার চেয়ে নিজের দেশের ভালো হয় এমন কোনো কাজ করো। ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্বিত।’
তাই পাকিস্তানের বিরুদ্ধে ধাওয়ানের না খেলা একপ্রকার নিশ্চিতই ছিল। সেই কারণেই আফ্রিদি ধাওয়ানকেই ‘পঁচা ডিম’ বলেছেন বলে ধরে নিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
আফ্রিদি মনে করেন, ভারতের বাকি ক্রিকেটারদের খেলার ইচ্ছা ছিল। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ভাষ্য, ‘ওরা ম্যাচের আগের দিন অনুশীলন করেছে। আমার মনে হয়, একজন ক্রিকেটারের জন্যই ওরা সরে দাঁড়িয়েছে। ভারতীয় দলও এই ঘটনায় হতাশ। ওর খেলতে এসেছে। দেশের নাম উজ্জ্বল করা উচিত আপনাদের। বদলে আপনারা দেশকে লজ্জা দিচ্ছেন।’
আফ্রিদি জানিয়েছেন, তাকে নিয়ে ভারতের আপত্তি থাকলে মাঠে আসতেন না তিনি। তবে সেটা আগেই জানিয়ে দিতে পারত ভারতীয় দল। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ওদের যদি আমার খেলা নিয়ে সমস্যা ছিল, সেটা বলে দিতে পারত। আমি হোটেলে বসে থাকতাম। ক্রিকেটের থেকে তো আমি বড় নই। ১৭-১৮ হাজার দর্শক বঞ্চিত হলেন। ওরা যদি না-ই খেলবে তা হলে এখানে কেন এল? যাও হোটেলে বসে নিজেদের মধ্যেই খেলো।’