পাকিস্তান কোচের অভিযোগের পর ইমনের জবাব
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। ম্যাচ হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেও মিরপুরের পিচের কঠোর সমালোচনা করেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তবে পিচে কোনো সমস্যা দেখছেন না ম্যাচের সেরা খেলোয়াড় পারভেজ হোসেন ইমন।
গতকাল রবিবার ১১১ রানের মামুলি লক্ষ্য তাড়ায় ২৭ বল হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। ৩ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ ওপেনার ইমন। পিচ নয় বরং প্রতিপক্ষ ব্যাটাররা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই মনে করেন তিনি।
ইমন বলেন, ‘টি-টোয়েন্টির জন্য উইকেট আদর্শ নয়? এমন কিছু তো মনে হয়নি। দেখুন, আমরা ১১০ রান ১৬ ওভারের মধ্যে করে ফেলেছি। যদি পুরো ২০ ওভার খেলতাম তাহলে ১৬০ রান করতে পারতাম। তাই আমার মনে হয়নি, উইকেট ওরকম কিছু ছিল। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
তবে মিরপুরের পিচে বোলারদের জন্য যে একটু বাড়তি সাহায্য থাকে, সেটাও স্বীকার করেছেন ইমন। ২৩ বছর বয়সী এই ওপেনার জানিয়েছেন নিজের ব্যাটিং সাফল্য নিয়েও, ‘মিরপুরের উইকেটে বোলারদের জন্য একটু সাহায্য থাকেই। এটা নিয়মিত বিষয়। আমরা চেষ্টা করেছি, উইকেট বুঝে যত দ্রুত এখানে সেট হওয়া যায়। এটাই আমাদের পরিকল্পনা ছিল। উইকেটের বাউন্স অসম ছিল না। এক-দুইটা বল হতেই পারে। বোলারদের বুটের কারণে তৈরি হওয়া ক্ষতের কারণে হতে পারে।’
এর আগে, পাকিস্তান কোচ বলেছিলেন, ‘আমার মনে হয় না, এমন উইকেট (মিরপুরের) কারও জন্য ভালো। আমার মতে, কেউ যখন এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের উইকেট তখন গ্রহণযোগ্য নয়। ব্যাট হাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কোনো অজুহাত নয় এটি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই উইকেট মানসম্মত নয়।’
হেসন মনে করেন দীর্ঘ মেয়াদে এই উইকেট বাংলাদেশকে সাহায্য করবে না, ‘আমার মনে হয় না, বাংলাদেশের বাইরে গেলে এটি তাদের সাহায্য করবে। তবে এটিও সত্যি এই পরিস্থিতিতে ব্যাটিং করা খুব চ্যালেঞ্জিং। আপনি জানেন না, ১৩০ না ১৫০, ঠিক কত রান যথেষ্ট হবে। এরপর আপনি যখন বাইরে গিয়ে ভালো উইকেটে খেলবেন, দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তাই আমার মনে হয়, এটি কারও জন্যই ভালো নয়।’