পরের ৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক কোন দেশ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৮:৪৫
শেয়ার :
পরের ৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক কোন দেশ

২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি চক্র এরই মধ্যে শেষ হয়েছে। সব চক্রের ফাইনালই হয়েছে ইংল্যান্ডের মাটিতে। প্রতিযোগিতাটির আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচও হবে ইংল্যান্ডের মাটিতেই।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে জানানো হয়, পরের তিনটি আসরের ফাইনাল পরিচালনার দায়িত্বে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডই (ইসিবি) থাকছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের ফাইনাল হয়ে সাউদাম্পটনে। ২০২১ সালের সেই ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২৩ সালে ওভালে অনুষ্ঠিত পরের ফাইনালে ফের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। 

আর গত মাসে সবশেষ চক্রের ফাইনাল হয় হোম অব ক্রিকেট লর্ডসে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ২৭ বছর পর ট্রফি জেতার স্বাদ পায় তারা।