মিরপুরের পিচের কঠোর সমালোচনায় পাকিস্তান কোচ
আক্রমণাত্মক শুরুর পর ধস। এরপর ঘুরে দাঁড়াতে না পেরে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। মামুলি লক্ষ্য তাড়ায় ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচ হেরে নিজেদের ব্যর্থতা মেনে নিলেও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচকেও দুষলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
গতকাল রবিবার বাংলাদেশ উইকেট আদায় করতে শুরু করে দ্বিতীয় ওভার থেকেই। পাওয়ার প্লেতেই ৪ উইকেট ও ৭ ওভারে ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় দলটি। যদিও উইকেট তেমন কোনো মৃত্যুকূপ ছিল না। বাংলাদেশ দারুণ ব্যাটিং করে তার ছাপও রেখেছে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন ফখর জামান।
পাকিস্তানের অল্প রানে গুটিয়ে যাওয়ার আরেকটি বড় কারণ তাদের রান আউট। গতকাল তিনবার রানআউটের শিকার হয়েছে সফরকারীরা। গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ নওয়াজ, ফখররা বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিংয়ে বিদায় নেওয়ায় ইনিংস বড় করতে পারেনি তারা। তাছাড়া মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের বৈচিত্র্য আর কাটার-স্লোয়ারতো ছিলই।
যদিও ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নিলেও উইকেটকেও দোষ দিতে ছাড়লেন না হেসন, ‘আমার মনে হয় না, এমন উইকেট কারও জন্য ভালো। আমার মতে, কেউ যখন এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের উইকেট তখন গ্রহণযোগ্য নয়। ব্যাট হাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কোনো অজুহাত নয় এটি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই উইকেট মানসম্মত নয়।’
নিজেদের ব্যাটিং ব্যর্থতাও অবশ্য আড়াল করেননি হেসন, ‘আমরা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি। যখন বল হুট করে ঢুকে যেতে লাগল, হঠাৎ হঠাৎ লাফাতে লাগল, তখন কাজটা আসলে কঠিন হয়ে ওঠে- তা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। উল্টো ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়েছি। মাঝখানে কয়েকটি রানআউট, বিশেষ করে একজন সেট ব্যাটারকে হারানো, দলের অবস্থাকে আরও কঠিন করে তোলে।’