৪ ওভারে ৬ রান দিয়ে মোস্তাফিজের রেকর্ড
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে আজ মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারের কোটা পূর্ণ করে মাত্র ৬ রান দেন পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে যা রেকর্ড।
রান দেয়ায় কৃপণতা দেখানোর পাশাপাশি ২টি উইকেটও তুলে নেন মোস্তাফিজ। তবে রেকর্ড গড়েন রানের কৃপণতাতেই। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি এখন ‘দ্য ফিজ’। এর আগে, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
মোস্তাফিজ আজ প্রথম বোলিংয়ে আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। ওই ওভারের পঞ্চম বলে তালগোল পাকিয়ে বল আকাশে উঠিয়ে দেন হাসান নওয়াজ। ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেননি রিশাদ হোসেন। ওভারের একমাত্র রান আসে প্রথম বলে।
দলীয় ১২ ও নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেট পা পেলেও মাত্র ২ রান দেন মোস্তাফিজ। যদিও ওই ওভারে রান আউট হয়ে ফিরে যান ফখর জামান। কোটার তৃতীয় ওভারে বল হাতে নিয়ে আবার সফল ‘দ্য ফিজ’। খুশদিল শাহকে স্লোয়ার বল করে রিশাদ হোসেনকে দিয়ে ক্যাচ প্র্যাকটিস করান তিনি। এই ওভারেও ২ রান দেন তিনি। অর্থাৎ, প্রথম ৩ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট। ১৯তম ওভারও মোস্তাফিজকে দিয়ে করান লিটন। এই ওভারে কোনো উইকেট না গেলেও দারুণ বোলিংয়ে খরচ করেন মাত্র ১ রান।