গুরত্বপূর্ণ ম্যাচের আগে ভারত শিবিরে ধাক্কা
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ৩টি শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজে ফিরতে হলে ম্যানচেস্টারে অনুষ্ঠেয় চতুর্থ টেস্টে জিততেই হবে তাদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে দলটি। পিঠের চোটের কারণে ফাস্ট বোলার আকাশ দীপের ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, আকাশ দীপ ও আগেই ইনজুরিতে পড়া আর্শদীপ সিংয়ের জায়গা পূরণ করতে ডাকা হয়েছে আইপিএল মাতানো পেসার অংশুল কাম্বোজকে।
এজবাস্টনে চলতি টেস্ট সিরিজের একমাত্র জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আকাশ। তবে লর্ডস টেস্টের সময় তিনি কুঁচকিতে আঘাত পান বলে জানা গেছে। দ্বিতীয় ইনিংসের মাঝপথে তিনি মাঠ ছেড়ে চলে যান। যদিও তিনি পরে ফিরে আসেন, তবুও তিনি সেদিন আর বোলিং করেননি।
ম্যানচেস্টারে যাওয়ার আগে নেটেও অনুশীলন করেননি আকাশ। ফলে তার এই টেস্ট খেলা আছে বেশ শঙ্কায়।
ইংল্যান্ড সফরের আগে ভারতের পরিকল্পনা ছিল, জাসপ্রিত বুমরাহকে তিনটি টেস্টে খেলানো হবে। তবে আকাশ খেলতে না পারলে চতুর্থ ও পঞ্চম টেস্টেও বুমরাহকে খেলাতে পারে দলটি। এদিকে, অর্শদীপের হাতের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দশ দিন সময় লাগবে।
ইংল্যান্ড সফরে ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও অংশুল কাম্বোজ।