রিয়াল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো!

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৫:৪৮
শেয়ার :
রিয়াল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো!

স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই এক দল থেকে সরাসরি আরেক দলে যোগ দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল। আর সেই বিরল কাজটিই ঘটতে পারে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর মাধ্যমে। 

গত মৌসুম থেকেই রদ্রিগোর রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তাছাড়া রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর চিন্তায়ও নাকি নেই এই ব্রাজিলিয়ান ফুটবলার। এরই মধ্যে আর্সেনাল ও লিভারপুলের মতো ক্লাবে রদ্রিগোর যাওয়ার গুঞ্জন শোনা গেছে। সেই দৌড়ে এবার নতুন নাম বার্সেলোনা। 

ব্রাজিলিয়ান একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রদ্রিগোর দলবদলের ওপর নজর রাখছে বার্সেলোনা। এমনকি নিজেদের আগ্রহের কথা জানিয়ে এজেন্টের মাধ্যমে নাকি রদ্রিগোর সঙ্গে কথাও বলেছে তারা। এখনো আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও রদ্রিগো আগ্রহী হলে দাম নিয়ে আলোচনা শুরু করতে চায় তারা। 

২০১৯ সালে ৪৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগো। ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে গোল দেওয়ার জন্য খ্যাতি আছে তার। ২০২৩ সালের নভেম্বরে তাই ২০২৮ সালের জুন পর্যন্ত রদ্রিগোর সঙ্গে চুক্তি নবায়ন করে রিয়াল। তবে গত মৌসুম থেকেই আবার তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। সেটি জোড়ালো হয়েছে জাবি আলোনসো রিয়ালের কোচ হয়ে আসার পর। যদিও তার জন্য নাকি ১০০ মিলিয়ন ইউরোর বেশি চাইছে রিয়াল। দলবদলে প্রভাব ফেলতে পারে সেটি। 

রিয়াল থেকে বার্সেলোনায় ফুটবলার দলবদলের ঘটনা দেখা গিয়েছিল সর্বশেষ ১৯৯৬ সালে। সেবার চুক্তি শেষ হওয়ার পর রিয়াল ছেড়ে ফ্রি ট্রান্সফার হিসেবে বার্সায় গিয়েছিলেন লুইস এনরিকে। আর ২০০০ সালে লুইস ফিগোর দলবদল নিয়ে এই দুই ক্লাবের দ্বন্দ্ব–উত্তেজনা তো ছাড়িয়ে গিয়েছিল সকল সীমা।