স্বদেশে ফেরার তাড়নায় মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫, ০৮:৩৪
শেয়ার :
স্বদেশে ফেরার তাড়নায় মরিনিয়ো

বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত কোচদের একজন হোসে মরিনিয়ো। ইউরোপের বড় বড় ক্লাবে সাফল্য আর ব্যর্থতার গল্প লিখে এবার নিজের দেশ পর্তুগালে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই ‘স্পেশাল ওয়ান’। তার বিশ্বাস, কোচিং ক্যারিয়ারে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে তার।

৬২ বছর বয়সী মরিনিয়ো বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচ। ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি বাকি থাকলেও তিনি ইতিমধ্যেই প্রকাশ করেছেন, শিগগিরই দেশের মাটিতে ফিরতে চান। সম্প্রতি পর্তুগিজ ক্লাব পোর্তিমোনেন্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পাওয়ার পর সেই ইচ্ছার কথা জানান মরিনিয়ো।

তিনি বলেন,‘অবশ্যই আমি পর্তুগালে ফিরব। এটা এখনো ঘটেনি, তবে নিশ্চিতভাবেই হবে। বিষয়টা এমন নয় যে আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বরং আমি মনে করি, শেষ এখনো অনেক দূরে। আমি এমনভাবে ফিরতে চাই না যেন অবসরের সময় এসে গেছে। বরং শারীরিক ও মানসিকভাবে পূর্ণ শক্তি নিয়ে, ক্যারিয়ারের সেরা অবস্থান থেকেই ফিরতে চাই।’

২০০৪ সালে নিজের দেশ পর্তুগালের ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিলেন মরিনিয়ো। ওই ঐতিহাসিক সাফল্যের পরই শুরু হয় ইউরোপজুড়ে তার দুর্দান্ত কোচিং ক্যারিয়ার—চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমার মতো ক্লাব সামলেছেন, চেলসিতে ছিলেন দুই মেয়াদে।

এখন পর্যন্ত ১০টি ক্লাবের দায়িত্ব পালন করা মরিনিয়ো জিতেছেন ২৬টি শিরোপা। সাফল্যের পাশাপাশি বিতর্কও বরাবরই তার সঙ্গী।

তবে দেশে ফিরলেও জাতীয় দল নাকি ক্লাব—কোনটি সামলাতে চান, এমন প্রশ্নের জবাবে মরিনিয়ো জানিয়ে দেন, ‘যেকোনো একটি হলেই চলবে।’

নিজের কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগে স্বদেশে ফেরার এই তাড়না, ফুটবল বিশ্বে মরিনিয়োর আরেকটি চমক দেখার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।