চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর

সালাহউদ্দিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর

কক্সবাজার শহরে এক সমাবেশে গতকাল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। পরে তারা চকরিয়া ও ঈদগাঁওতে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর ও মিছিল করেন। অগ্নিসংযোগ করেন এনসিপির পোস্টারে। চকরিয়াসহ প্রধান সড়কে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির ময়দানে আয়োজিত জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতো কক্সবাজারেও শিলং থেকে গডফাদার এসেছেন। ঘের দখল করছেন, মানুষের জায়গা-জমি দখল আর চাঁদাবাজি করছেন, আবার নাকি তিনি সংস্কার বোঝেন না। নাম না বললাম, এ ধরনের সংস্কারবিরোধী, পিআর বোঝেন না, কক্সবাজারের জনতা রাজপথে তাদেরকে দেখিয়ে দেবে।

এনসিপি নেতার এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সামাজিক মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান। দুপুরে? এনসিপির পদযাত্রা কক্সবাজার থেকে বান্দারবানের দিকে চলে যাওয়ার পর চকরিয়া পৌর এলাকার জনতা শপিং সেন্টারের সামনে একটি ট্রাকের ওপর নির্মিত এনসিপি নেতাদের বক্তব্য দেওয়ার মঞ্চ ভাঙচুর করা হয়। একই সঙ্গে ঈদগাঁও এলাকায়ও নির্মিত একটি মঞ্চ ভাঙচুর করা হয়। তবে এনসিপি নেতারা সময় না থাকায় এসব মঞ্চে বক্তব্য না দিয়ে বান্দরবানের দিকে চলে যান বলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজাউদ্দিন জানিয়েছেন।

চকরিয়া, কক্সবাজারসহ পুরো জেলায় এনসিপি নেতার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ির বহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে। চকরিয়া বিএনপি বিক্ষোভ মিছিল করছে। এ বক্তব্য বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জন্য অবমাননাকর বলে জেলাব্যাপী বিক্ষোভ মিছিল চলছে।

সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। এ রকম বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবে। এ ধরনের বক্তব্য আমরা কোনোভাবেই আশা করতে পারি না। আমি এ বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের মুখপাত্র জসীম উদ্দীন চৌধুরী জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।