মিরপুরে খেলে অনেকের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে: লিটন
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। যেখানে উঠে আসে পিচ প্রসঙ্গও। সেটি নিয়ে কথা বলতে গিয়ে লিটন জানান, এখানে খেলে অনেকের ক্যারিয়ারই ডাউন হয়ে গেছে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ব্যাটাররা ছিলেন রীতিমতো অসহায়। স্পিন-ফাঁদে ফেলে অস্ট্রেলিযার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। জয় এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষেও। ওই দুই সিরিজের পর অনেকের ক্যারিয়ারের অর্জন ডাউন হয়ে গেছে বলে উল্লেখ করেন লিটন।
বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘(২০২১ সালের নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ খেলে) অনেক ক্রিকেটারেরই ব্যাটার হিসেবে ক্যারিয়ার ডাউন হয়ে গেছে। আমি যদি বোলার হতাম, হয়তো আমার ক্যারিয়ারও সমৃদ্ধ (বিল্ড-আপ) হতো ওই উইকেটে খেললে (হাসি দিয়ে)।’
তবে ওই দুই সিরিজের কথাই বলতে চেয়েছেন লিটন, ‘ব্যাটারদের যে সব সময় সমস্যা হয় তা না। পরিষ্কার করে দিই, নির্দিষ্ট দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, স্পিনারদের বল স্পিন করে। ব্যাটাররা রান করে না তা নয়, রানও হয়। পেস বোলাররা সাহায্য পায়। স্পোর্টিং উইকেট এটা।’
ঘরের মাঠে চার বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও পাকিস্তানের স্কোয়াডে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাই তারা এ মাঠের সঙ্গে পরিচিত। পাকিস্তান অধিনায়ক এর আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, বিপিএল খেলা ক্রিকেটারদের অভিজ্ঞতা শুনেই পরিকল্পনা সাজিয়েছেন তারা। লিটন জানালেন, এটাতে সুবিধা হবে বাংলাদেশেরও।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা দুই দিক থেকেই কাজে দেবে। তারা যেমন আমাদের শক্তি-দুর্বলতার জায়গা জানবে, আমরাও তাদের সঙ্গে খেলে, তাদের শক্তি-দুর্বলতা জানি। তাই আমার মনে হয় না, খুব একটা সমস্যা হবে। তবে ইকুয়েলি এটা খুব ভালো দিক।’