হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে রেহানের ভাই ফারহানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৮:৫০
শেয়ার :
হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে রেহানের ভাই ফারহানের ইতিহাস

রেহান আহমেদ, ইংল্যান্ডের ২০ বছর বয়সী লেগ স্পিনার। মাত্র ২১ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার তার। তিনি যখন আলো ছড়ানোর উপলক্ষ খুঁজছেন, তখন আগমনী বার্তা দিয়ে রাখলেন তার ছোট ভাই ফারহান আহমেদও। 

মাত্র ১৭ বছর বয়স ফারহানের। এই বয়সেই বল হাতে দুর্দান্ত সব কীর্তি গড়ছেন তিনি। নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন তিনি। এর আগে গত মৌসুমে একই প্রতিপক্ষের সঙ্গে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন ফারহান। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই দুই নজির গড়লেন ডানহাতি এই অফ স্পিনার।

গতকাল শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন ফারহান। তার সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ব্যাটাররাও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। তাতে ১২৬ রানেই শেষ হয় ল্যাঙ্কাশায়ারের ইনিংস।

নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়েছেন ফারহান। জবাবে ২৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় নটিংহ্যামশায়ার। 

গত মৌসুমে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় ফারহানের। প্রথম মৌসুমেই আলোচনায় আসেন তিনি। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন। রেহান ও ফারহানের আরেক ভাই রাহিম আহমেদ। পেশাদার ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তারও।