রাসেলের ক্যারিয়ার সেরা ইনিংস কোনটি?

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৭:৫৮
শেয়ার :
রাসেলের ক্যারিয়ার সেরা ইনিংস কোনটি?

আন্তর্জাতিক ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে বহু বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন আন্দ্রে রাসেল। তবে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডারের কাছে ক্যারিয়ারের সেরা মুহূর্তটি হচ্ছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪ ছক্কা ও ৩ চারে ২০ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে তোলা। 

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে পাঁচ নম্বরে নেমে বিধ্বংসী এই ইনিংস খেলেন রাসেল। পরে ফাইনালে উঠে ইংল্যান্ডের বিপক্ষে কার্লোস ব্রাফেটের সেই চার ছক্কার ঐতিহাসিক ইনিংসে শিরোপাও জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ২টি টি-টোয়েন্টি খেলেই বিদায় জানাবেন মেরুন জার্সি। তার আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া সাক্ষাৎকারে সেরা মুহূর্ত নিয়ে রাসেল বলেন, ‘অবশ্যই ২০১৬ বিশ্বকাপ, ভারতের বিপক্ষে সেই সেমিফাইনালে খেলা, যেখানে দলকে জয়ের ঠিকানায় নিয়ে গিয়েছিলাম, আমি ও লেন্ডল সিমন্স। অবশ্যই অন্যান্য ব্যাটারদের কাছ থেকে আমরা ভালো শুরু পেয়েছিলাম।’

ঘটনার বর্ণনায় রাসেল আরও বলেন, ‘ভারতে ১৯০ এর বেশি রান তাড়া করা, যেখানে দর্শকরা কেবল ভারতকে সমর্থন করছিল, তাই পরিস্থিতি কিছুটা চাপের ছিল। তবে উইকেট খুব ভালো ছিল, তাই চেঞ্জিং রুমে আমাদের যে আত্মবিশ্বাস ছিল এবং যে ব্যাটসম্যানরা আমার পরে ছিল, তা আমাকে মাঠে গিয়ে আমার ভূমিকা পালন করার স্বাধীনতা ও আত্মবিশ্বাস দিয়েছিল।’

ঘরের মাঠ জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় আগামী সোম ও বুধবার সকালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দুইটি ম্যাচ খেলবেন রাসেল। এই মাঠকেই বিদায়ের আদর্শ মাঠ হিসেবে উল্লেখ করেছেন তিনি, ‘আমার মতে, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য এটা আদর্শ মাঠ ও আদর্শ সিরিজ- অস্ট্রেলিয়ার মতো একটি ভালো দলের বিপক্ষে খেলাও। (সামাজিক মাধ্যমে) পোস্ট ও ইন্টারনেটে অনেক বিষয় দেখে, সত্যি বলতে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। কিন্তু, সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে এবং আমার মনে হয়, আমি যথেষ্ট ভালো করেছি এবং এখন বলতে পারি, হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে আমি এই পর্যন্তই।’