প্লাতিনির বাসা থেকে ২০টি পুরস্কার নিয়ে গেল চোর

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৬:০৮
শেয়ার :
প্লাতিনির বাসা থেকে ২০টি পুরস্কার নিয়ে গেল চোর

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। তার বাড়িতে হানা দিয়েছিল চোর। নিয়ে গেছে ট্রফি এবং পদক মিলিয়ে প্রায় ২০টি পুরস্কার। 

প্লাতিনির বাসা ফ্রান্সের মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে। সাবেক এই ফুটবলার বাসায় থাকতেই ঘটেছে চুরির ঘটনা। যদিও চোরকে দেখতে পেয়েছিলেন প্লাতিনি। হুডি ও কালো পোশাক পরা ছিল ওই চোর। তবে তাকে ধরতে পারেননি প্লাতিনি।

ফ্রান্সের সংবামাধ্যমগুলো জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে চুরির ঘটনাটি ঘটেছে। এই ঘটনা তদন্তে নেমেছে মার্শেইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। সরকারি কৌঁসুলির অফিস থেকে বলা হয়েছে, সন্দেহভাজনকে ধরতে এবং কী পরিমাণ মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী জিনিসপত্র চুরি গেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

তিনবার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) ব্যালন ডি’অর জিতেছেন প্লাতিনি। ১৯৮৪ সালে ফ্রান্সের হয়ে ইউরো জিতেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি ছিলেন প্লাতিনি।