বাংলাদেশের ভেতরের খবর যেভাবে চলে যায় পাকিস্তানের কাছে

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৫:৩৮
শেয়ার :
বাংলাদেশের ভেতরের খবর যেভাবে চলে যায় পাকিস্তানের কাছে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার পাকিস্তান দলে মাত্র দুজন। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে অনেকেরই। আর তাদের মাধ্যমেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পায় পাকিস্তান। 

বাংলাদেশ সফরে ১৬ জনের স্কোয়াড নিয়ে এসেছে পাকিস্তান। এদের মধ্যে বিপিএলে খেলেছেন ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদের মতো ক্রিকেটাররা। তাছাড়া পাকিস্তানের ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটও একসময় ছিলেন বাংলাদেশের দায়িত্বে। তাই বাংলাদেশের ভেতরের খবর পাকিস্তানের কাছে চলে যায় সহজেই। 

বাংলাদেশের কন্ডিশন নিয়ে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’

পাকিস্তান তাদের টি-টোয়েন্টি খেলতে চায় এমন প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের খেলার ধরন বদলেছি। এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ। আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (মেরে খেলার মতো), তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ীই খেলব। আমাদের লক্ষ্য গড়ের চেয়ে ১০–১৫ রান বেশি করা। যখন আমরা বল করব, তখন (বাংলাদেশ) দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’

চলতি বাংলাদেশ সফরে পাকিস্তানের স্কোয়াডে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের মতো অভিজ্ঞ তারকা। কেন তারা এই সফরে নেই এমন প্রসঙ্গে সালমান বলেন, ‘পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছে। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি–টোয়েন্টি প্রতিবছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যে খেলোয়াড়রা আছে, তারা খুবই ভালো আর রোমাঞ্চকর।’