নির্ধারিত হলো আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সময়

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১২:৪৫
শেয়ার :
নির্ধারিত হলো আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সময়

অবশেষে লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে এক ম্যাচে একসঙ্গে দেখার স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। কোপা আমেরিকা ও ইউরোর শিরোপাজয়ী আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের মার্চে।

দুই দেশেই এই সুপার ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে নির্দিষ্ট সময় নির্ধারণে বারবার বাধা তৈরি হয়। এবার স্প্যানিশ দৈনিক এএস এবং আর্জেন্টাইন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে—মার্চের আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন চ্যাম্পিয়নরা।

খবরে বলা হয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুজান সম্মত হয়েছেন যে, ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চ-এর মধ্যে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা। সময়সূচি নির্ধারিত হবে সেই সময়ের ফিফা আন্তর্জাতিক উইন্ডো এবং বিশ্বকাপ প্লে-অফ ম্যাচগুলোর ফাঁকে।

এর আগে, ২০২৪ সালে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে ফিনালিসিমার সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা শুরু হলেও, ক্লাব ফুটবলের চাপের কারণে তা পিছিয়ে যায়। তবে এবার আয়োজনে আন্তরিক ইউরোপীয় সংস্থা উয়েফা, আন্তর্জাতিক সংস্থা ফিফা, এবং দু’দেশের নিজস্ব ফেডারেশন এএফএ ও আরএফইএফ—সবাই।

২০২৬ বিশ্বকাপের কয়েক মাস আগেই আয়োজিত হতে যাওয়া এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও, ইউরোপীয় দেশগুলোর বাছাই এখনো চলমান।

ফিনালিসিমার ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। এটি মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালে অনুষ্ঠিত হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপ প্রতিযোগিতার নতুন সংস্করণ। ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিলেন দিয়েগো ম্যারাডোনা, আর ২০২২ সালে এর প্রথম ‘আধুনিক’ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপ জিতে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় তারা।

ফিনালিসিমার আসন্ন সংস্করণের আয়োজন নিয়ে আলোচনার সূত্রপাত হয় ২০২৪ সালের মে মাসে ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে। সব ঠিকঠাক থাকলে, মেসি-ইয়ামালের রোমাঞ্চকর দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকবেন ফুটবলপ্রেমীরা।