জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন ফিলিপস
নিউজিল্যান্ড শিবিরে চোটের ধাক্কা। জিম্বাবুয়ে সফরের বাকি অংশে দলে থাকছেন না গ্লেন ফিলিপস। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনালে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পান এই অলরাউন্ডার।
বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে নিউজিল্যান্ড দল। সেখানে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিকদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে কিউইরা।
গত রবিবার এমএলসির ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলেছিলেন ফিলিপস। তাদের প্রতিপক্ষ ছিল এমআই নিউ ইয়র্ক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৫ রানে হেরে যায় ফ্রিডম। এরপরই জাতীয় দলের সঙ্গে যোগ দেন ফিলিপস।
তবে জিম্বাবুয়েতে পৌঁছানোর পর পরীক্ষায় ধরা পড়ে তার কুঁচকির চোট গুরুতর, সেরে উঠতে সময় লাগবে কয়েক সপ্তাহ। ফলে তিনি দেশে ফিরে যাচ্ছেন। তার সঙ্গী হবেন জিমি নিশাম ও মিচেল হের, যারা আগে থেকেই কাভার হিসেবে ছিলেন।
ফিলিপসের অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজে দলে থাকবেন টপ অর্ডার ব্যাটার টিম রবিনসন। তিনিও ছিলেন এমএলসির ফাইনালিস্টদের কাভার হিসেবে ডাক পাওয়া খেলোয়াড়দের একজন।
টেস্ট সিরিজে ফিলিপসের বদলি হিসেবে কে আসবেন, তা পরে জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় সিরিজে দারুণ সূচনা করেছে কিউইরা। হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রানে জিতেছে তারা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুলাই।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩০ জুলাই থেকে, দ্বিতীয়টি শুরু হবে ৭ আগস্ট। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।