পরিকল্পনা অনুযায়ী ক্যাম্প ন্যু’তে ফিরতে পারছে না বার্সা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ০৯:০০
শেয়ার :
পরিকল্পনা অনুযায়ী ক্যাম্প ন্যু’তে ফিরতে পারছে না বার্সা

দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের ঘরের মাঠে ফেরার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বার্সেলোনা। অনুমতির জটিলতায় নির্ধারিত সময় অনুযায়ী ক্যাম্প ন্যু’তে ফেরা সম্ভব হচ্ছে না কাতালান ক্লাবটির। ফলে ১০ আগস্ট হুয়ান গাম্পের ট্রফির ম্যাচটি আয়োজন করা হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।

শুক্রবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, কিছু অনুমতি ইতিমধ্যে মিললেও, ক্যাম্প ন্যু’তে প্রবেশপথ ঘিরে এখনও নিরাপত্তাজনিত কিছু সমস্যা রয়ে গেছে। এ কারণেই নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি সেখানেই আয়োজন সম্ভব হচ্ছে না।

দুই বছরের সংস্কার কাজ শেষে ক্যাম্প ন্যু’তে ফেরার লক্ষ্যে কোমোর বিপক্ষে গাম্পের ট্রফির ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরুর কথা ছিল বার্সার। মাঠের কাজ পুরোপুরি শেষ না হলেও সীমিত দর্শক উপস্থিতিতে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল তারা। পরিকল্পনা ছিল ২০ থেকে ৩০ হাজার দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার।

তবে বাধ্য হয়ে এবার তারা ফিরে যাচ্ছে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, যার ধারণক্ষমতা মাত্র ৬ হাজার। সাধারণত বার্সেলোনার নারী দল এই মাঠেই খেলে থাকে।

বার্সেলোনা সবশেষ ক্যাম্প ন্যু’তে খেলেছিল ২০২৩ সালের মে মাসে। এরপর শুরু হয় বিশাল সংস্কার প্রকল্প। অডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান ‘স্পটিফাই’-এর সঙ্গে স্পন্সরশিপ চুক্তির আওতায় স্টেডিয়ামটির নামও পরিবর্তিত হয়ে হয় ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’।

প্রাথমিকভাবে ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যাম্প ন্যু’তে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্লাবটি। পরে সেই সময়সীমা পেরিয়ে গিয়ে গাম্পের ট্রফি দিয়ে ফেরার নতুন পরিকল্পনা নেওয়া হয়। এই ম্যাচে ক্যাম্প ন্যু’তে খেলতে পারলে, লা লিগার প্রথম হোম ম্যাচের (ভালেন্সিয়ার বিপক্ষে) আগে ক্লাবের কাছে প্রস্তুতির জন্য এক মাস সময় থাকত।

তবে সংস্কার কাজ এখনও শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৬-২৭ মৌসুম শুরুর আগেই পুরো প্রকল্প শেষ হবে। এর আগে নির্দিষ্ট কিছু ম্যাচে ৫০ থেকে ৬০ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দিয়ে ম্যাচ আয়োজন করতে চায় বার্সা। মাঝের সময়গুলোতেও সংস্কার কাজ চলবে।

সংস্কারের কারণে গত দুই মৌসুম ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়াম। হান্সি ফ্লিকের কোচিংয়ে সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বার্সেলোনা গত মৌসুমে ঘরে তোলে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।