চেলসি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে আর্সেনালে মাদুয়েকে
চেলসি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী দল আর্সেনালে যোগ দিয়েছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৩ বছর বয়সী এই ফুটবলারের দলে যোগ দেওয়ার ঘোষণা দেয় আর্সেনাল।
চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের পক্ষ থেকে কিছু না জানালেও, ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে—মাদুয়েকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে আর্সেনাল। প্রাথমিক ট্রান্সফার ফি ৪ কোটি ৮৫ লাখ পাউন্ড, যা বোনাসসহ বাড়তে পারে ৫ কোটি পাউন্ড পর্যন্ত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে চেলসির স্কোয়াডে ছিলেন মাদুয়েকে। তবে ফাইনালে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের আগেই ক্যাম্প ছেড়ে যান তিনি। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর শুক্রবার ইনস্টাগ্রামে চেলসি ছাড়ার ঘোষণা দেন এই তরুণ তারকা। কিছুক্ষণ পরই তাকে নিয়ে আসার কথা জানায় আর্সেনাল।
২০২৩ সালের জানুয়ারিতে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে ৩ কোটি পাউন্ডে চেলসিতে যোগ দেন মাদুয়েকে। স্ট্যামফোর্ড ব্রিজের জার্সিতে ৯২ ম্যাচে ২০টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। চলতি মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে চেলসির হয়ে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগ শিরোপা।
এই গ্রীষ্মে চেলসি থেকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আর্সেনালে যোগ দিলেন মাদুয়েকে। এর আগে গোলকিপার পজিশনে মিকেল আর্তেতার দলে নাম লেখান বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। সব মিলিয়ে এবারের দলবদলে চারজন নতুন ফুটবলারকে দলে টানল আর্সেনাল।
প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুম রানার্সআপ হওয়া আর্সেনাল এবার ট্রফি জয়ের লক্ষ্যে দল গুছিয়ে নিচ্ছে আরও শক্তভাবে।