এসি মিলানে যোগ দিয়ে যে বার্তা দিলেন মদ্রিচ
রিয়াল মাদ্রিদে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি আগেই টেনেছেন লুকা মদ্রিচ। এরপর ইতালিয়ান ক্লাব এসি মিলানে ভিড়েছেন তিনি। নতুন ক্লাবটিতে গিয়েই মদ্রিচের পরিস্কার বার্তা, সাধারণ মানের ফুটবল খেললে হবে না।
গত সোমবার মিলানের সঙ্গে এক বছরের চুক্তি করেন ৩৯ বছর বয়সী মদ্রিচ। যদিও সেই মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। দলে যোগ দিয়ে এসে মিলান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ প্রত্যয় বক্ত করলেন ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন।
একসময় এসি মিলান ছিল ইউরোপের অন্যতম সেরা ক্লাব। ৯০ দশকে তারা ছিল তারকাখচিত দল। তবে বর্তমানে খুব একটা সুবিধা করতে পারছে না। সবশেষ ইতালিয়ান লিগ সিরি আ’তে অষ্টম হয়ে আসর শেষ করে মিলান।
মদ্রিচ বলেন, ‘সাধারণ মানের ফুটবল খেলে খুশি হতে পারলে হবে না। দলের সম্ভাব্য সবচেয়ে বড় লক্ষ্য ও শিরোপা জয়ের তাড়না থাকতে হবে এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে। আর সেই কারণেই আমি এখানে।’
একসময় ইতালিয়ান এই ক্লাবটির ভক্ত ছিলেন মদ্রিচ। তাইতো মিলানকেই বেছে নিয়েছেন মদ্রিচ, ‘আমি ইউরোপে থাকতে চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা চালিয়ে যেতে চেয়েছি। (ইউরোপের বাইরের ক্লাবের) কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু মিলানের প্রস্তাব পাওয়ার প্রথম মূহূর্ত থেকেই নিজের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়।’