১৩ হাজার রানে গেইল-পোলার্ডদের ক্লাবে বাটলার
জাতীয় দল ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ান জস বাটলার। ব্যাটে রানের বন্যাও বইয়ে দেন এই উইকেটকিপার ব্যাটার। এরই ধারাবাহিকতায় এই সংস্করণে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৮ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে এই মাইলফলক অর্জন করেন বাটলার।
দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার ও বিশ্বে সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান করলেন বাটলার। প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যালেক্স হেলস। আর সেরা সাতের বাকি পাঁচজন হলেন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের ভিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ক্রিস গেইল।
৪৯৯ ইনিংসে হেলসের রান ১৩ হাজার ৮১৪। ৪৩১ ইনিংসে বাটলারের রান এখন ১৩ হাজার ৪৬। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে গেইল। বাকি সবাই ১৪ হাজারের কম রান করেছেন।
এই ইনিংস খেলার মাধ্যমে আরও একটি কীর্তি গড়েছেন বাটলার। সবমিলিয়ে ইংলিশ এই তারকার পঞ্চাশ ছোয়া ইনিংস হলো ১০১টি (৯৩টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি)। তার চেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে কেবল চার জনের- বাবর আজম (১০৪টি), গেইল (১১০টি), কোহলি (১১৪টি) ও ওয়ার্নার (১১৯টি)।