গাজায় গণহত্যা নিয়ে খাজা /
‘দেখা কঠিন, কল্পনা করাও কঠিন’
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে আগে থেকেই সরব অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। বিশেষ করে শিশুদের ওপর চালানো গণহত্যা নিয়ে। এই বিষয়ে অভিনব প্রতিবাদ করতে গিয়ে আইসিসির প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। তবে কথা বলা থামাননি। আবারও চলমান এই সহিংসতা নিয়ে মুখ খুলেছেন খাজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ফিলিস্তিনি শিশুদের একটি হৃদয় বিদারক ভিডিও শেয়ার করেছেন খাজা। সেই পোস্টে তিনি আবারও ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশুদের ওপর চলমান সহিংসতার নিন্দা করেছেন এবং এই ধরনের নৃশংসতার মুখে চুপ না থাকার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন।
খাজা বলেছেন, ‘দেখা কঠিন... কল্পনা করাও কঠিন। বাস্তবিক সময়ে আমরা এখনো এই নৃশংসতা দেখছি। ইউনিসেফ এটিকে ‘‘শিশুদের কবরস্থান’’ বলে অভিহিত করেছে এবং প্রায় দুই বছর পরেও শিশুদের হত্যা করা হচ্ছে। মানুষকে অনাহারে হত্যা করা হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলিতে আক্রমণ করা হচ্ছে।’
খাজা তার পোস্টে আরও বলেন, ‘আমি এটা বলতেই থাকব। যদি এটি কখনো আমাদের জন্য এটি স্বাভাবিক হয়ে যায়, তাহলে আমরা সত্যিই হারিয়ে যাব। কথা বলা বন্ধ করো না। সবসময় মানবতার পক্ষে, সমতার পক্ষে, উন্নত আগামীর জন্য দাঁড়াও।’
পাকিস্তান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা এর আগে একদিনে ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুর হত্যার তীব্র নিন্দা করেছিলেন। ২০২৩ সালের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হোম টেস্ট সিরিজের সময়, তিনি তার জুতায় ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এবং ‘সকল জীবন সমান’ লিখে নীরব প্রতিবাদের চেষ্টা করেছিলেন।
যদিও পরে আইসিসি বলেছে, এটি তাদের নিয়ম লঙ্ঘন করেছে। যার ফলে প্রথম টেস্টে কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেন তিনি। তবে সেটাতেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আইসিসি। এমন আচরণের পর খাজা আইসিসির নিয়মের অসঙ্গতিপূর্ণ নিয়মের সমালোচনা করেছেন।