ম্যানচেস্টার টেস্টে বিশাল ৫ কীর্তি গড়ার হাতছানি রুটের

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১২:০৮
শেয়ার :
ম্যানচেস্টার টেস্টে বিশাল ৫ কীর্তি গড়ার হাতছানি রুটের

টেস্ট ক্রিকেটে অদম্য গতিতে ছুটছেন ইংলিশ ব্যাটার জো রুট। সেঞ্চুরির পাশাপাশি রানের ফোয়ারাও ফুটাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। ভারতের বিপক্ষে ঘরের মাঠে চলতি সিরিজেও আছেন আগুনে ফর্মে। ম্যানচেস্টারে আগামী ২৩ জুলাই সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে দুই দল। এই টেস্টে জো রুটের সামনে রয়েছে ৫টি বড় কীর্তি গড়ার হাতছানি। 

টেস্ট রানে দুইয়ে ওঠার সুযোগ

২০০ টেস্ট খেলে সর্বাধিক ১৫ হাজার ৯২১ রানের মালিক শচীন টেন্ডুলকার। অন্যদিকে, ১৫৬ টেস্ট খেলা রুটের রান ১৩ হাজার ২৫৯। টেস্টে সর্বোচ্চ রান করার পঞ্চম স্থানে তিনি। আপাতত শচীনকে ছাড়াতে না পারলেও বাকি তিনজনকে ছাড়িয়ে দুইয়ে ওঠার সুযোগ আছে রুটের সামনে। সেজন্য ম্যানচেস্টার টেস্টে রুটকে করতে হবে মাত্র ১২০ রান। তাহলেই তিনি রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)-কে পেছনে ফেলে দেবেন।

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ সেঞ্চুরি

রুটের টেস্টে সেঞ্চুরি সংখ্যা ৩৭, এর মধ্যে ভারতের বিপক্ষেই ১১টি। সফরকারীদের বিপক্ষে যদি ম্যানচেস্টারে সেঞ্চুরি করতে পারেন, তাহলে ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার হয়ে উঠবেন তিনি। র্তমানে রুট এবং স্টিভ স্মিথ দু’জনেই ভারতের বিরুদ্ধে ১১টি করে সেঞ্চুরি করেছেন। রুট এই সেঞ্চুরিগুলি করেছেন ৩৩টি ম্যাচে, আর স্মিথ ২৪টি ম্যাচে।

টেস্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরি

রুট যদি এই ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি করেন, তাহলে তার ফিফটির সংখ্যা দাঁড়াবে ৬৮। টেস্টে শচীনের ফিফটির সংখ্যাও ৬৮। তবে শচীনের যা করতে লেগেছে ২০০ টেস্ট, রুটের সেটি হয়ে যাবে ১৫৭ টেস্টেই। 

৬ হাজার টেস্ট চ্যাম্পিয়নশিপ রান

জো রুট বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৬৭টি ম্যাচে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯৬ রান করেছেন। যদি তিনি ম্যানচেস্টারে ২০৪ রান করেন, তাহলে তিনি এই চ্যাম্পিয়নশিপে ৬ হাজার রান পূর্ণ করবেন।

ওল্ড ট্রাফোর্ডে সর্বোচ্চ রান

তাছাড়া, ম্যানচেস্টারে খেলা টেস্ট ম্যাচগুলিতে রুটের নামেই সর্বোচ্চ রান (৯৭৮) করার রেকর্ড আছে। তিনি যদি আগামী সপ্তাহে ২২ রান করেন, তাহলে ওল্ড ট্র্যাফোর্ডে ১ হাজার টেস্ট রান করা বিশ্বের প্রথম ব্যাটার হয়ে যাবেন।