কলম্বোর ‘বিদেশি রাজা’ এখন শেখ মেহেদি

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৪:২৫
শেয়ার :
কলম্বোর ‘বিদেশি রাজা’ এখন শেখ মেহেদি

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগই পাননি শেখ মেহেদি হাসান। তবে তৃতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাকে একাদশে নেয় বাংলাদেশ। সুযোগ পেয়েই বাজিমাত মেহেদির। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।

দুর্দান্ত এই পারফরম্যান্সের মাধ্যমে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে একপ্রকার রাজার আসনেই বসলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠটিতে খেলা বিদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন মেহেদির। তিনি ছাড়িয়ে গেছেন ভারতের সাবেক তুখোড় স্পিনার হরভজন সিংকে। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন হরভজন।

প্রেমদাসা স্টেডিয়ামে ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড এক শ্রীলঙ্কানের। তিনি লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এখনো অক্ষত রইল তার রেকর্ড। 

কলম্বোর এই মাঠে সেরা পাঁচ বোলিং ফিগারের মধ্যে আরও একবার আছে হাসারাঙ্গার নাম। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এটি এই মাঠের পঞ্চম সর্বোচ্চ ভালো বোলিং। চার নম্বরে আছে অজান্তা মেন্ডিসের ২০১২ সালে ১২ রানে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৭ সালে এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছিলেন বাংলাদেশের আরেক বোলার মোস্তাফিজুর রহমান। যা মাঠের অষ্টম সর্বোচ্চ সেরা বোলিংয়ের রেকর্ড। 

গতকাল প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালে ১-১ সমতায় সিরিজ শেষ হওয়া ছাড়া সবগুলো সিরিজেই হার দেখেছিল বাংলাদেশ। গতকাল ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। বলে রাখা ভালো, শেখ মেহেদি ক্যারিয়ারসেরা বোলিংও করে ফেলেছেন গতকাল।