জুলাই শহিদদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ০৯:৫৮
শেয়ার :
জুলাই শহিদদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ শেষে সমতা থাকায় শ্রীলংকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লংকানদের উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে এই সিরিজ জয় ২০২৪ সালে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করেছে বাংলাদেশ দল। 

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এসে শহিদেদের প্রতি জয় উৎসর্গ করার ঘোষণা দেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ঘোষণায় তিনি বলেন, ‘জয়টা আমরা... যেহেতু জুলাই মাস, যেহেতু ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

শ্রীলংকাকে গতকাল স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে টাইগার বোলারদের তোপে মাত্র ১৩২ রানেই থামে লংকানদের পথচলা। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি হাসান। জবাব দিতে নেমে ২১ বল বাকি থাকতেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। ৪৭ বলে ৬ ছক্কার সাহায্যে ৭৩ রানে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। 

গতকালকের ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে শ্রীলংকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা।