মিরাজের বদলি মেহেদির আগুনে বোলিং, ১৩২ রানে থামল শ্রীলংকা
প্রথম দুই ম্যাচে বিবর্ণ পারফরম্যান্স থাকায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। তার জায়গায় একাদশে সুযোগ পান শেখ মেহেদি হাসান। দলে ফিরেই আগুনে পারফরম্যান্স দেখালেন তিনি। শ্রীলংকাকে ১৩২ রানে গুটিয়ে ফেলার পথে একাই ৪ উইকেট নেন মেহেদি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ টসে জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। প্রথম ৫ বলেই ১৪ রান নিয়ে দারুণ সূচনার ইঙ্গিত দেয় লংকানরা। তবে ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন শরিফুল ইসলাম।
দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন শেখ মেহেদি। ওভারের পঞ্চম বলে তিনি ফেরান কুশল পেরেরাকে। দলীয় পঞ্চম ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও মেহেদির উইকেট। এবার শিকার বানান অভিজ্ঞ দিনেশ চান্ডিমালকে। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে স্বাগতিকরা।
পাওয়ার প্লে শেষ হলেও শ্রীলংকাকে স্বস্তি দেননি মেহেদি। কোটার তৃতীয় ওভার করতে এসে আউট করেন দলটির অধিনায়ক চারিথ আসালঙ্কাকে। দলীয় ১১তম ওভারে ব্যক্তিগত চতুর্থ ও শেষ ওভার করেন মেহেদি। আগের তিন ওভারের মতো এই ওভারেও উইকেটশূন্য থাকতে হয়নি এই স্পিনারকে। এবার আউট করেন উইকেটে টিকে যাওয়া ওপেনার পাথুম নিশাঙ্কাকে। একপাশ আগলে রেকে ৩৯ বলে ৪৬ রান করেন নিশাঙ্কা। দলীয় সর্বোচ্চ রান এটিই।
শেষ ওভারে শ্রীলংকার হয়ে ব্যাটে ঝড় তোলেন দাসুন শানাকা। শরিফুল ইসলামের করা ওই ওভারে দুই চার ও দুই ছক্কাসহ তুলে নেন ২২ রান। লংকানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস (২৫ বলে ৩৫) খেলেন তিনিই। তাতে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের সংগ্রহ পায় লংকানরা। কোটার ৪ ওভার পূর্ণ করে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন মোস্তাফিজ। অন্যদিকে, ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শেখ মেহেদি।