এসি মিলানেই মদ্রিচ, জানিয়ে দিল ইতালিয়ান জায়ান্ট
প্রায় সবকিছুই চূড়ান্ত, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। এবার সেটিও এলো। ৩৯ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ যোগ দিলেন ইতালির ক্লাব এসি মিলানে। সোমবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে।
দেশটির গণমাধ্যমের খবর, এক বছরের চুক্তিতে এসি মিলানের সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলা এই অভিজ্ঞ ফুটবলার। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, ‘এখানে এসে আমি অত্যন্ত খুশি এবং নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সামনে আমাদের আরও অনেক কথা বলার সময় আসবে।’
রিয়ালের হয়ে দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি। এবারের ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল। সেই ম্যাচের পরই নিশ্চিত হয়ে যায়, ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে মদ্রিচের পথচলা শেষ।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়ে। কিছুদিন আগে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানান, মদ্রিচ মৌখিকভাবে তাদের প্রস্তাবে রাজি হয়েছেন।
অন্যদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। পরদিনই এসি মিলানে মদ্রিচের যোগ দেওয়ার খবর আসে।