বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সাইনা
হঠাৎ করেই ব্যক্তিগত জীবনের বড় এক ঘোষণা দিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি জানান, পারুপাল্লি কাশ্যপের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
সাইনা লেখেন, ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনার পর কাশ্যপ ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের ও একে অপরের শান্তি, উন্নতি এবং মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য আমি কৃতজ্ঞ। আশা করছি নতুন যাত্রায় এগিয়ে যাব। ধন্যবাদ আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তা রক্ষায় সম্মান জানানোর জন্য।’
এর আগে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইনা ও কাশ্যপ। তার আগে তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তারা। হায়দরাবাদের পুল্লেলা গোপীচন্দ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে একসঙ্গে প্রশিক্ষণ নিয়ে উঠে আসেন দুই তারকা।
ভারতীয় ব্যাডমিন্টনের এই দুই সফল মুখের একজন সাইনা নেহওয়াল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন এবং একসময় বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে উঠে এসেছিলেন। অন্যদিকে, কাশ্যপ ২০১৪ কমনওয়েলথ গেমসে জিতেছিলেন পুরুষ এককে স্বর্ণ।