আইসিসির মাসসেরা ক্রিকেটার মার্করাম ও ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১৬:১৬
শেয়ার :
আইসিসির মাসসেরা ক্রিকেটার মার্করাম ও ম্যাথিউস

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ জেতানো দুর্দান্ত সেঞ্চুরির পর আরেকটি বড় স্বীকৃতি পেলেন এইডেন মার্করাম। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে মূল ভূমিকা রাখা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার জুন মাসের আইসিসি প্লেয়ার অব দা মান্থ নির্বাচিত হয়েছেন।

নারীদের বিভাগে জুন মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।

আজ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাসসেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে।

সেরার দৌড়ে মার্করাম পেছনে ফেলেছেন সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলংকার ওপেনার পাথুম নিসাঙ্কাকে। আর ম্যাথিউস পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজেরই অ্যাফি ফ্লেচার এবং দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে।

এর আগে তিনবার মাসসেরা হয়েছিলেন ম্যাথিউস — ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলে। এবার নিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কার পেলেন তিনি। আইসিসি মাসসেরা ক্রিকেটার হিসেবে চারবার পুরস্কৃত হওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি, অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারের পর।

জুন মাসে একমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই খেলেন মার্করাম। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেটে টপকে নেয়, আর ২৭ বছর পর আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা।

উল্লেখ্য ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম আইসিসি শিরোপা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রাখেন মার্করাম, ফাইনালে দুই ইনিংস মিলিয়ে নেন দুটি উইকেট।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে সমানভাবে উজ্জ্বল ছিলেন হেইলি ম্যাথিউস। তিন ওয়ানডেতে ১০৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৪ উইকেট। যদিও সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে হারে।

তবে পরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকেন তিনি। দুটি ফিফটিতে ১৪৭ রান করার পাশাপাশি নেন দুটি উইকেট, আর জিতে নেন সিরিজ সেরার পুরস্কার।