লর্ডসে অপেক্ষা করছে রোমাঞ্চ
লর্ডসে দুই দলেরই আছে জয়ের সুযোগ। ছবি: সংগৃহীত
৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে সফর করছে ভারত। লিডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে সমতা আনে ভারত। লর্ডসে চলমান তৃতীয় টেস্ট যারা জিতবে তারাই এগিয়ে যাবে সিরিজে। মর্যাদাপূর্ণ এই মাঠে আজ টেস্টের পঞ্চম দিন। যেখানে দুই দলের সামনেই আছে জয়ের হাতছানি।
ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে কাটায় কাটায় ৩৮৭ রান করে অলআউট হয় ভারতও। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস দেখা যায় ইংলিশ ইনিংসে। মাত্র ১৯২ রানে অলআউট হয় তারা। ফলে লর্ডস টেস্ট জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতও। সফরকারীরা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৪ উইকেটে ৫৮ রান তুলে। শেষ দিনে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আরও ১৩৫ রান করতে হবে, আর ইংল্যান্ডেরও হাতে রয়েছে ঐতিহাসিক জয়ের সুযোগ। তাদের দরকার মাত্র ৬টি উইকেট।
ভারতের আশার প্রদীপ হয়ে উইকেটে টিকে আছেন লোকেশ রাহুল। ৪৭ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন এই ওপেনার। গতকাল দুই অঙ্কের রান স্পর্শ করার আগেই আউট হয়েছেন যশস্বী জয়সোয়াল, করুন নায়ার ও শুভমান গিলের মতো প্রথমসারির ব্যাটাররা। নাইটওয়াচম্যান হিসেবে নেমে উইকেট রক্ষা করতে পারেননি আকাশ দীপও।
ভারতের হয়ে গতকাল দুর্দান্ত বল করেছেন ওয়াশিংটন সুন্দর। ১২.১ ওভারে মাত্র ২২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তামিলনাড়ুর এই স্পিনার। শেষ দিনে ভারতের পক্ষেই জয়ের আত্মবিশ্বাস এই তারকার, ‘নিশ্চয়ই ভারত কাল জিতবে, হয়তো প্রথম সেশনেই।’