খালেদের ৪ উইকেট, ১ রানের রোমাঞ্চকর জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০৯:১৭
শেয়ার :
খালেদের ৪ উইকেট, ১ রানের রোমাঞ্চকর জয় রংপুরের

রংপুর রাইডার্সকে হারাতে শেষ ওভারে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেনসের দরকার ছিল ১৩ রান, হাতে ২ উইকেট। স্ট্রাইক প্রান্তে মোহাম্মদ নবী। বল হাতে আজমাতুল্লাহ ওমারজাই প্রথমে ওয়াইড দেওয়ার পরই হজম করেন ছক্কা। দ্বিতীয় বলে ২ রান দেওয়ায় শেষ ৪ বলে দরকার হয় মাত্র ৪ রান। এরপরই ক্যারিশমা দেখান ওমারজাই। 

ওভারের তৃতীয় বল ডট দেওয়ার পর চতুর্থ বলে নবীকে আউট করেন স্বদেশি ওমারজাই। পঞ্চম বলে এক রান দিলেও শেষ বলে উসামা মিরকে রানআউটের ফাঁদে পেলে এনে দেন ১ রানের রুদ্ধশ্বাস জয়। এই নিয়ে গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেলে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর।

শেষ ওভারে আজমাতুল্লাহ নায়ক হলেও ম্যাচের নায়ক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ৪ উইকেট নিয়েছেন তিনি। ১৯তম ওভারেই জোড়া উইকেট শিকার করে জাগিয়েছেন জয়ের উজ্জ্বল সম্ভাবনা। কোটার ৪ ওভার শেষ করে মাত্র ২৬ রান দেন তিনি। 

এদিন প্রথমে ব্যাট করে রংপুর করেছিল ৬ উইকেটে ১৫১ রান। দলটির হয়ে ইব্রাহিম জাদরান ৩১ বলে ৪৩ ও কাইল মেয়ার্সের ৪২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। 

জবাব দিতে নেমে ১৫০ রানে গুটিয়ে যায় হোবার্ট। দলটির হয়ে নবীই সর্বোচ্চ ৩৬ বলে ৪৪ রান করেন। বেন ম্যাকডরমটের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৪ রান। খালেদ ছাড়া রংপুরের হয়ে ২টি উইকেট নেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। একটি করে উইকেট ওমারজাই, রাকিবুল হাসান ও কাইল মেয়ার্সের।