আলকারাজের ওপর প্রতিশোধ নিয়ে উইম্বলডনের নতুন রাজা সিনার

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০৮:৫৯
শেয়ার :
আলকারাজের ওপর প্রতিশোধ নিয়ে উইম্বলডনের নতুন রাজা সিনার

উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন সিনার। ছবি: সংগৃহীত

ফরাসি ওপেনের ফাইনালে ৫ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ের পর কার্লোস আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন ইয়ানিক সিনার। উইম্বলডন ফাইনালে সেই ঘটনার শোধ তুললেন তিনি। গতকাল রবিবার রাতে তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন সিনার। 

উইম্বলডনে এটি সিনারের প্রথম শিরোপা। শুধু তাই নয়, এই প্রথম কোনো ইতালিয়ান উইম্বলডন জিতলেন। অন্যদিকে, আগের দুইবার উইম্বলডন শিরোপা জেতা আলকারাজের হ্যাটট্রিক হলো না এবার। তাছাড়া ছয়বার ফাইনালে উঠে এই প্রথম কোনো ফাইনালে হারলেন তিনি। 

জয় নিশ্চিত হওয়ার পরই দু’হাত দু’পাশে ছড়িয়ে কিছু ক্ষণ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সিনার। এরপর হাঁটু মুড়ে মুড়ে র‌্যাকেটে মাথা ভর দিয়ে কোর্টেই কিছু ক্ষণ বসে থাকেন। পরে গ্যালারিতে চলে যান কোচ ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। 

ক্যারিয়ারে এটি সিনারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছেন তিনি। বাকি আছে শুধু ফরাসি ওপেন। সেটি জিতলেই ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতা হয়ে যাবে তার। যদিও সেই কোর্টের রাজা হিসেবে নিজেকে এরই মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আলকারাজ। 

ম্যাচের পর সিনারকে প্রশংসায় ভরিয়ে দেন আলকারাজ। স্প্যানিশ এই তারকা বলেন, ‘হারতে সব সময়ই খারাপ লাগে। ফাইনালে হার তো আরও বেদনাদায়ক। তবে ইয়ানিককে শুভেচ্ছা জানাতে চাই। ও এই ট্রফির যোগ্য। লন্ডনে গত দু’সপ্তাহে অবিশ্বাস্য টেনিস খেলেছে। ওর দলেরও ধন্যবাদ প্রাপ্য। আমি জানি অনেকে তোমার দিকে তাকিয়েছিল। তাই তোমার জন্য খুব খুশি। কোর্টের বাইরেও তোমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। কোর্টেও একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।’

একইভাবে শিরোপা জিতেও বিনয়ী সিনার। আলকারাজের প্রশংসায় এই ইতালিয়ান তারকা বলেন, ‘তোমার বিরুদ্ধে খেলা সব সময়েই কঠিন। ঠিকই বলেছ, কোর্ট এবং তার বাইরে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে। আমরা নিজেদের একটা পরিচিতি তৈরি করার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে তুমি এই ট্রফিটা অনেক বার হাতে তুলব। এখনই দুটো জিতে ফেলেছ।’