শাস্তি পেতে পারেন শুভমান, কী হয়েছিল ক্রলির সঙ্গে
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের চতুর্থ দিন আজ। গতকাল তৃতীয় দিনের একেবারে শেষ সময়ে ম্যাচে বেশ উত্তেজনা ছড়ায়। ভারতের অধিনায়ক শুভমান গিল এবং ইংল্যান্ডের দুই ক্রিকেটার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের মধ্যে ছড়ায় উত্তাপ।
গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভারের জন্য ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। ওই ওভারটি করেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারের পঞ্চম বলটাই জ্যাক ক্রলির হাতে এসে লাগে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায়, মাঠের মধ্যে শেষ পর্যন্ত ফিজিওকে ডেকে পাঠাতে হয়। এই কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। শেষপর্যন্ত ওভারের শেষ বলটা কোনওরকমে খেলেই ক্রলি দ্রুত মাঠ ছাড়েন।
মাঠে মূলত উত্তেজনাটা ছড়ায় ক্রলির চোটের পরই। ইংলিশ এই ওপেনার যখন চোট পেয়েছিলেন সেইসময় হাততালি দিয়ে গোটা বিষয়টাকে কটাক্ষ করেন শুভমান। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই আচরণের কারণে ভারত অধিনায়কের কপালে শাস্তিও জুটতে পারে।
এমনকি তিনি এমনও জানান, ক্রলির আসলে চোট লাগেনি, নাটক করছেন এই ইংলিশ ব্যাটার। যদিও সেই চোট সারিয়ে চতুর্থ দিন, মানে আজকে ব্যাটিং করেছেন ক্রলি। তাতে শুভমানের শাস্তির শঙ্কাটাও অনেকটাই কমেছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। তাতে ম্যাচ জয়ের ভালো সম্ভাবনা দেখছে সফরকারী ভারত। অবশ্য, আজ ম্যাচের চতুর্থ দিন। তাই ড্রয়ের সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।