লর্ডসে দারুণ ফিফটিতে যত রেকর্ড পান্তের
চলমান ইংল্যান্ড সফরে ভারতের উইকেটকিপার রিশাভ পান্তের ব্যাটে বইছে রানের জোয়ার। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন তিনি। ৭৪ রান করে রানআউটের ফাঁদে পড়লেও একাধিক রেকর্ড গড়েছেন গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই ক্রিকেটার।
ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এখন সর্বাধিক ছক্কা পান্তের। এছাড়াও ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডে রোহিত শর্মারও পাশে বসলেন তিনি।
শুধু ছক্কার রেকর্ডই নয়, এদিন রানের রেকর্ডও করেছেন পান্ত। ইংল্যান্ডে কোনো টেস্ট সফরে ভারতীয় উইকেটকিপার ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানও এখন পান্তের। তিনি ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া প্রথম ভারতীয় সফরকারী উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে চার শতাধিক রান করা প্রথম ক্রিকেটারও তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে পান্তের ছক্কা সংখ্যা এখন ৩৫। যেখানে রিচার্ডসের আছে ৩৪টি। টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ ছক্কা পান্ত ও রোহিতের। সর্বোচ্চ ৯০টি ছক্কা বীরেন্দ্রর শেবাগের। মাত্র ৪৬ টেস্টেই এই রেকর্ড গড়েছেন পান্ত। রোহিতের চেয়ে ২১ টেস্ট কম খেলেছেন তিনি।
তিন টেস্টে পান্তের রান এখন ৪১৬। ২০১৬ সালে ধোনির ৩৪৯ রানই ছিল এর আগের সর্বোচ্চ। তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ বলে লোকেশ রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন শান্ত।