জোকোভিচের বিদায়, উইম্বলডনের ফাইনালে সিনার-আলকারাজ
টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে ছোঁয়ার এবং মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেললেন সার্বিয়ান টেনিস মহাতারকা। উইম্বলডনের সেমি-ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে তিনি যেন নিজেকেই খুঁজে পেলেন না কোর্টে!
গতকাল শুক্রবার সেন্টার কোর্টে দ্বিতীয় সেমি-ফাইনালে সিনারের বিপক্ষে একেবারেই লড়াই জমাতে পারেননি ৩৮ বছর বয়সী জোকোভিচ। মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেন ইতালিয়ান তরুণ।
এই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২৩ বছর বয়সী সিনার। এর আগে দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয় করে নিজের নাম জানান দিয়েছিলেন টেনিস দুনিয়ায়।
এদিকে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে আগেই পুরুষ এককে সবচেয়ে বেশি মেজর জয়ের রেকর্ড গড়েছেন জোকোভিচ।নারী ও পুরুষ মিলিয়ে যৌথভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক ছিলেন তিনি এবং মার্গারেট কোর্ট। সেই রেকর্ড এবার নিজের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিলেন জোকোভিচ। তবে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পর থেকে অপেক্ষা বেড়েই চলেছে তার। শেষবার মেজর জিতেছেন ২০২৩ সালের ইউএস ওপেনে।
উইম্বলডনে এবার জয়ের আরও একটি ইতিহাস হাতছানি দিচ্ছিল- কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ড আটটি শিরোপার পাশে নিজের নাম লেখানোর সুযোগ ছিল তার সামনে। কিন্তু সিনারের কাছে থেমে যেতে হলো এই সার্বিয়ানকে।
এদিকে দিনের প্রথম সেমি-ফাইনালে আমেরিকান তারকা টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। এর ফলে এবারের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা- আলকারাস ও সিনার।
এর আগে শেষবারের দেখায় ফরাসি ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে পাঁচ ঘণ্টার লড়াইয়ে জিতেছিলেন আলকারাজ।
এবার পাল্টা জবাব দেওয়ার সুযোগ সিনারের সামনে। আগামী রবিবার অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর এই শিরোপা লড়াই।