দ্রাবিড়-স্মিথকে ছাড়িয়ে রুট

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৬:৫৪
শেয়ার :
দ্রাবিড়-স্মিথকে ছাড়িয়ে রুট

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ড তারকা জো রুট। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই জাসপ্রিত বুমরাহকে চার মেরে শতক পূর্ণ করেন এই তারকা। এই সেঞ্চুরির মাধ্যমে ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন রুট। 

টেস্ট ক্রিকেটে এটি রুটের ৩৭তম সেঞ্চুরি। দ্রাবিড় ও স্মিথ উভয়েরই টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৬। কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি সংখ্যা থেকে এখন মাত্র একটি দূরে রুট। টেস্ট ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় চারে আছেন সাঙ্গাকারা। 

সর্বকালের তালিকার শীর্ষে ভারতীয় আইকন শচীন টেন্ডুলকার। ৫১টি সেঞ্চুরি তার। এর পরেই আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস (৪৫টি) এবং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং (৪১টি)।

প্রসঙ্গত, সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে গেছেন জো রুট। ১৯৯ বলে ১০৪ রান করেছেন তিনি। দারুণ এই ইনিংসে ১০টি চার হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এরপর জাসপ্রিত বুমরাহর বলে সরাসরি বোল্ড হন রুট।