একই ম্যাচে দুইবার হ্যাটট্রিক বাংলাদেশি বোলারের
ক্রিকেটে হ্যাটট্রিক করতে পারা যেকোনো ক্রিকেটারের জন্য আকাঙ্ক্ষিত বিষয়। যদিও হ্যাটট্রিক খুব একটা অনিয়মিত ঘটনা নয়। তবে এবার একই ম্যাচে দুইবার হ্যাটট্রিক করে দেখালেন এক বাংলাদেশি ক্রিকেটার। তাও পরপর দুই ওভারে বিরল এই কীর্তি গড়েছেন তিনি।
বাংলাদেশি ওই ক্রিকেটারের নাম কিশোর কুমার সাধক। ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন ছয়ের ম্যাচে ইপ্সউইচ এন্ড কোলচেস্টার (ইপ্সকোল) ক্রিকেট ক্লাবের হয়ে এই কীর্তি গড়েন তিনি। কেসগ্রেভের বিপক্ষে ২১ রানে ৬ উইকেট নেওয়ার পথে পরপর দুই ওভারে টানা তিন বলে তিনজন করে ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান এই স্পিনার।
ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে কিশোর বলেন, ‘যখন দেখলাম, ওই (ষষ্ঠ) ব্যাটার বোল্ড আউট হয়ে গেছে, আমি আকাশে উড়ছিলাম। এটি অসাধারণ। ম্যাচ শেষে আমি অনেক ফোন কল পেয়েছি। আমরা সবাই একটি রেস্টুরেন্টে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা কাটিয়েছি। দারুণ সময় ছিল সেটি।’
কিশোরের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে। ২০১৮ সালে ইংল্যান্ড পাড়ি জমান তিনি। সেখানকার ক্লাব ক্রিকেটে খেলা শুরু করেন রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের হয়ে। এখন ন্যাশনাল হেলথ সার্ভিসে জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে কর্মরত আছেন তিনি।
অবশ্য, একই ম্যাচে জোড়া হ্যাটট্রিক করার রেকর্ড কিশোরের একার নয়। এমন নজির আছে আরও ৮টি। তবে একই ইনিংসে দুটি হ্যাটট্রিক আছে শুধু ইংল্যান্ডের অ্যালবার্ট ট্রট ও ভারতের জোগিন্দার সিং রাওয়ের।