সুযোগ পেয়েও রেকর্ড না ভাঙা মুল্ডারকে কী বলেছিলেন লারা
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ৪০০। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। সম্প্রতি এই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভিয়ান মুল্ডারের সামনে। তবে লারার সম্মানে রেকর্ড ভাঙার কোনো চেষ্টা না করে ৩৬৭ রানে অপরাজিত থাকেন তিনি।
নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করা মুল্ডার তার আক্রমণাত্মক এই ইনিংস দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। কেন রেকর্ড ভাঙার পথে গেলেন না তিনি, সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
মুল্ডারের ৩৬৭ টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত রান এবং এই সংস্করণের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। ইনিংস ঘোষণার পর মুল্ডার বলেছিলেন, ‘ব্রায়ান লারা তার রেকর্ডটি ধরে রাখছেন, একদম যেভাবে থাকা উচিত।’
যদিও লারা মুল্ডারকে রেকর্ড ভাঙতেই উৎসাহিত করেছিলেন। মুল্ডার জানান, ব্যক্তিগতভাবে লারা তার সঙ্গে কথা বলেছিলেন। এবং রেকর্ড ভাঙার চেষ্টা না করায় অবাক হয়েছেন। মুল্ডার বলেন, ‘ব্রায়ান লারা আমাকে বলেছিলেন, আমার রেকর্ডটি ভাঙার চেষ্টা করা উচিত ছিল।’
মুল্ডার আরও বলেছেন, ‘তার (লারা) কাছ থেকে এটা শুনে বেশ ভালো লাগল। সে খেলার একজন কিংবদন্তি এবং তার ৪০০ রান এখনও ক্রিকেটের অন্যতম সেরা কীর্তি। তিনি বলেছেন, আমি আমার নিজস্ব একটা লিগ্যাসি তৈরি করেছি।...তিনি বলেছিলেন, ‘‘রেকর্ড গড়া হয় ভাঙার জন্য এবং তিনি চান আমি আবার যদি ওই অবস্থায় (রেকর্ড ভাঙার পরিস্থিতিতে) থাকি, তাহলে যেন তার রানকে ছাপিয়ে যাই।’