উইম্বলডন /

শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১২:৫০
শেয়ার :
শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা

বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডনে অঘটনের শিকার হলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। সেমিফাইনালে মেয়েদের এককের শীর্ষ এই খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় অ্যামান্ডা অ্যানিসিমোভা। 

গতকাল বৃহস্পতিবার রাতে সেন্টার কোর্টে সাবালেঙ্কার বিরুদ্ধে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জেতেন অ্যানিসিমোভা। ২০০৪ সালে সেরেনা উইলিয়ামসের পর যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী এই তারকা। 

গত বছর দুইটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা সাবালেঙ্কার বিরুদ্ধে শুরুটা দারুণ করেন অ্যানিসিমোভা। দ্বিতীয় সেটে হেরে গেলেও তৃতীয় সেটি গিয়ে জয় নিশ্চিত করেন এই মার্কিন তারকা। 

২০১৯ সালের ফরাসি ওপেনের সেমিফাইনালে খেলার পর, এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে ওঠেন অ্যানিসিমোভা। এরপর ২০২৩ সালে মানসিক অবসাদের কারণে টেনিস থেকে লম্বা বিরতি নেন তিনি। এবার ক্যারিয়ারের নতুন উচ্চতায় উঠলেন তিনি। ১৩তম বাছাই হিসেবে এবার খেলছেন অ্যানিসিমোভা।