গ্লোবাল সুপার লিগ /
রুদ্ধশ্বাস ম্যাচে গায়ানাকে হারাল রংপুর
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের উদ্বোধনী ম্যাচে রুদ্ধশ্বাস এক জয় পেল রংপুর রাইডার্স। গায়ানা ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রংপুরের দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৪ রানে অলআউট হয়েছে গায়ানা।
রংপুর জয় পেলেও ম্যাচের শেষদিকে এগিয়ে ছিল গায়ানাই। শেষ ৩৬ বলে গায়ানার দরকার ছিল ৩৮ রান। হাতে তখনো ছিল ৬ উইকেট। এই সময়ে সবগুলো উইকেট হারিয়ে ৩৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দলটি।
শেষ ২ ওভারে গায়ানার প্রয়োজন ছিল ২০ রান, হাতে ৩ উইকেট। উইকেটে তখন ডেভিড ভিসা ও ডোয়াইন প্রিটোরিয়াস। ১৯তম ওভারের প্রথম ৪ বলে রংপুরের পেসার খালেদ আহমেদ রান দিলেন ১১। তখন প্রায় জিতেই যায় গায়ানা। তবে এমন পরিস্থিতিতেই ৩ বলে ৩ উইকেট হারিয়ে অলআউট হয় দলটি। খালেদ নিজের করা ওই ওভারের শেষ বলে পরপর দুই উইকেট নেন। ইনিংসের শেষ ওভারে এসে বাকি উইকেটটি নেন আজমাতুল্লাহ ওমারজাই।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে রংপুর। সৌম্য সরকার-সাইফ হাসানরা রান করলেও সেটি ছিল মারাত্মক ধীরগতির। তবে দুই বিদেশির ব্যাটে ভর করে দেড় শ রান পার করে রংপুর। কাইল মেয়ার্স ৩১ বলে ৪৪ ও ইফতিখার আহেমেদ ২১ বলে ৩৪ রান করলে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে ১ উইকেটে গায়ানা করে ৪৯ রান। তবে এরপর আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। গায়ানার হয়ে জনসন চার্লস সর্বোচ্চ ৪০ ও মঈন আলী দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। ৪ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেওয়া খালেদই হয়েছেন ম্যাচসেরা।