দলগুলো আসন ভাগবাটোরায় ব্যস্ত : নাহিদ ইসলাম

নড়াইল ও মাগুরা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
দলগুলো আসন ভাগবাটোরায় ব্যস্ত : নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন দল গঠন করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিলÑ এ দেশটাকে পুুনর্গঠন করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন করা সম্ভব হতো, তাহলে হয়তো আমাদের দল গঠন করার প্রয়োজন হতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি। আমরা গণ-অভ্যুত্থানের ৭/৮ মাস দেখেছি। দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য আসন ভাগবাটোরা করতে ব্যস্ত হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে নড়াইল শহরের পুরনো বাস টার্মিনালের মুক্তমঞ্চে এনসিপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ।

এনসিপি নড়াইল জেলা শাখার প্রধান সমন্বয়ক লে. ক. এম শাব্বির আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, খুলনা অঞ্চলের পরিচালক মোল্যা রহমত উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে।

এদিকে গতকাল রাতে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে খুনের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জুলাই সনদের দাবি আদায় করারও আশাবাদ ব্যক্ত করেন। 

এর আগে গতকাল সকালে মাগুরায় জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, যতদিন পর্যন্ত খুনিদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিস্টের বিচার, জুলাই সনদ ঘোষণা এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। 

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেনÑ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সামতা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।