৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ক্যাম্ফার
আয়ারল্যান্ডে আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফিতে পাঁচ বলে পাঁচ উইকেট শিকার করেছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এই কীর্তি গড়লেন তিনি।
নারী ক্রিকেটে এই নজির আগেই তৈরি হয়েছে। জিম্বাবুয়ের নারী ক্রিকেটার কেলিস এনধলোভু প্রথম এই নজির গড়েন। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঈগলস উইমেনের বিপক্ষে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টানা পাঁচ বলে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি।
ক্যাম্ফার রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ওই টুর্নামেন্টে মুনস্টার রেডসের হয়ে, নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারানো ওয়ারিয়র্স ৮৮ রানে অলআউট হয়ে যায়।
১২তম ওভারের পঞ্চম বলে ক্যাম্ফার প্রথমে জ্যারেড উইলসনকে আউট করেন। পরের বলে গ্রাহাম হুনকে আউট করেন তিনি। নিজের করা পরবর্তী ওভারে হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। ফিরিয়ে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন, রবি মিলার এবং জোশ উইলসনকে। টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট নেওয়া ছয় বোলারের মধ্যেও ক্যাম্ফার একজন।