টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
টেস্ট-ওয়ানডের লড়াই শেষে এবার টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলংকা। আজ বৃহস্পতিবার পাল্লেকেলেতে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লংকানরা।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে পেসার সাইফউদ্দিন আহমেদ ও স্পিনার মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়েও আছে দারুণ দক্ষতা। বিশেষজ্ঞ পেসার হিসেবে খেলছেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। অন্যদিকে, শ্রীলংকা বিশেষজ্ঞ দুই পেসার নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দোকে নিয়ে নামছে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দাসুন শানাকা ও চামিকা করুনারত্নের মতো ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে সবশেষ ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। খুব করে দলটি চাইছে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে। অন্যদিকে, শেষ ৫ ম্যাচের ২টিতে জিতলেও শ্রীলংকা হেরেছে ৩ ম্যাচে। ঘরের মাঠে জয় চায় তারাও।
আরেকটু পেছনে ফিরে তাকালে, নিজেদের সবশেষ ১৫ টি-টোয়েন্টি ম্যাচের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। আগামী বছর শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই, নিজেদের প্রস্তুত করার ভালো একটি সুযোগ বাংলাদেশের সামনে।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা ।