পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল

​ স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৭:২৭
শেয়ার :
পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল

হামজা চৌধুরীসহ কয়েকজন প্রবাসী ফুটবলার অন্তর্ভু্ক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের খেলার মান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভক্তদের আকাঙ্ক্ষাও। তবে গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২–১ গোলের হারের পর ধাক্কা খায় ফুটবলপ্রেমীরা। এবার সেই ধাক্কা পড়ল র‌্যাঙ্কিংয়েও।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ড্র করেছিল বাংলাদেশ। এরপর ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছিল দলটি। তবে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে নেমে গেছেন হামজা চৌধুরীরা। 

বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১। সর্বশেষ র‍্যাঙ্কিং থেকে বর্তমান র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে ৫.১৫। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে দুই ধাপ। র‍্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ১৫৯।

এদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে যথারীতি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শীর্ষ পাঁচে এর পরই আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। গত জুনে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ ওপরে উঠে ষষ্ঠ স্থানে আছে পর্তুগাল।