আমাদের স্বপ্ন এখন বিশ্বকাপ খেলা
সাক্ষাৎকার, আফঈদা খন্দকার
আমাদের সময় : কেবল আপনারা এশিয়ান কাপ বাছাই খেলে আসলেন। আবার অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ খেলবেন। প্রস্তুতি কেমন।
আফঈদা খন্দকার : আমরা ফুটবলার। সব সময় খেলাই আমাদের কাজ। আমরা মিয়ানমারে খেলে আত্মবিশ^াসী। অস্ট্রেলিয়ায় যে এশিয়ান কাপ রয়েছে, সেটার প্রস্তুতি আমার কাছে এটাই। খেলার মধ্যে থাকব, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা প্রাকটিস করছি। কালও (আজ) করব। নিয়মিত অনুশীলন করে আমরা পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।
আমাদের সময় : এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ ছিল। এখানে তুলনামূলক দুর্বল দল (অনূর্ধ্ব ২০ সাফ)। আপনারা খেই হারাবেন না তো!
আফঈদা খন্দকার : আমাদের কাছে সব ম্যাচ ও প্রতিপক্ষ সমান। আমাদের নিজের সাথে বোঝাপড়া যে ভালো
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
খেলতে হবে। প্রতিপক্ষ ছোট-বড় নেই। আমরা সবসময় চাই জিততে। সব ম্যাচই জিততে চাই।
আমাদের সময় : এশিয়ান বাছাই পর্ব পাস করবেন বিশ^াস ছিল কি না।
আফঈদা খন্দকার : আমাদের সবার বিশ^াস ছিল পারব। মিয়ানমার আমাদের র্যাংকিংয়ের অনেক ওপরের টিম। আবার ওদের মাটিতে খেলা। বিশ^াস ছাড়া সম্ভব ছিল না। তবে বাহরাইনকে ৭ গোল দিব, এটা অকল্পনীয় ছিল। আমার পেছনে তাকানোর পরিস্থিতি ছিল না। সফল হতেই হবে।
আমাদের সময় : একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করছেন। সরকারি চাকরির ইচ্ছা আছে কি না।
আফঈদা খন্দকার : আপাতত ফুটবল উপভোগ করছি। পড়াশোনা করছি মন দিয়ে। ভবিষ্যৎ নিয়ে পরে ভাবা যাবে।
আমাদের সময় : এখন লক্ষ্য কী আপনার।
আফঈদা খন্দকার : এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায়। সেখানে ভালো খেলে বিশ^কাপে যেতে চাই। আর এখন এই অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ জিততে চাই।
আমাদের সময় : দেশের বাইরে বা দেশে প্রিয় ফুটবলার কে।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন
আফঈদা খন্দকার : হামজা চৌধুরী আমার প্রিয় ফুটবলার।
আমাদের সময় : দেশের গর্ব আপনারা। এখন কী চান।
আফঈদা খন্দকার : দেশের জন্য খেলি। কোনো কিছু প্রত্যাশা করি না। খেলতে ভালো লাগে তাই ফুটবল খেলি। আমরা এশিয়ান কাপের আগে বড় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চাই।